ফাইল(File): ইনফো ইডিটরের প্রথম উইন্ডো লে আউটটি হলো ফাইল। ফাইল লে আউটের প্রথম বাটন New .
আপনি যদি নতুন কোন প্রজেক্ট বা ব্লেন্ডার ফাইল তৈরি করতে চান তবে New বাটনে ক্লিক করতে হবে। ইনফো ইডিটরের দ্বিতীয় বাটন Open. আপনি যদি পুরনো কোন ব্লেন্ডার ফাইল খুলতে চান তবে Open বাটনটিতে চাপতে হবে। Recover last session বাটনটিতে ক্লিক করলে আপনার সাম্প্রতিক সর্বশেষ ব্লেন্ডার ফাইলটি ওপেন হবে। অবশ্যই কোন ব্লেন্ডার ফাইল তৈরি করার পর Save As বাটনে ক্লিক করে আপনার কম্পিউটারের কোন ডাইরেক্টরিতে সংরক্ষণ করতে হবে। এবং প্রতিবার ব্লেন্ডার ফাইলটি সম্পাদনা(Edit) করার পর Save বাটনে (শর্টকার্ট clt+S) ক্লিক করে সংরক্ষণ করতে হবে। মনে রাখতে হবে কোন কারনে আপনার ব্লেন্ডার ক্রাশ করলে পুরনো সেই ফাইলটি পাবেন না যদি না সেটা সংরক্ষণ করেন।একটি ব্লেন্ডার ফাইল থেকে অন্য একটি ব্লেন্ডার ফাইলের উপাদান ইম্পোর্ট করার প্রক্রিয়াই Append । এছাড়া আপনি বিভিন্ন ফরমেটের ফাইল যেমন .3ds, .fbx, .bvh, .obj ইত্যাদি Import অথবা Export করতে পারবেন। সবার শেষে Quit বাটনটির মাধ্যমে আপনি ব্লেন্ডার সফটওয়ারটি বন্ধ(close) করতে পারবেন ।
রেন্ডার(Render): ইনফো ইডিটরের দ্বিতীয় উইন্ডো লে আউটটি হলো Render(রেন্ডার) লে-আউট।
কোন 3D মডেল ডিজাইন করার পর সেটিকে বিভিন্ন ইমেজ কিংবা ভিডিও ফরমেটে পাওয়ার প্রক্রিয়াই হলো রেন্ডার। আপনি যদি ইমেজ ফরমেটে পেতে চান তবে Render Image বাটনে ক্লিক করতে হবে। আর যদি এনিমেশন ভিডিও আকারে পেতে চান তবে Render Animation বাটনে ক্লিক করতে হবে।
সবশেষে Play Render Animation বাটন দিয়ে আপনি রেন্ডারকৃত এনিমেশনটি প্লে করতে পারবেন।
উইন্ডো লে-আউট(Window): উইন্ডো লে-আউটে সাধারণত উইন্ডো ফুলস্ক্রিন করা, ডুপ্লিকেট উইন্ডো তৈরি করা কিংবা দুইটি উইন্ডো পাশাপাশি টোগল করার বাটন থাকে। এছাড়া ক্রিনশর্ট বাটনের মাধ্যমে স্ক্রিনশর্ট নেওয়ার পদ্ধতিও থাকে।
good
ReplyDeletethank you sir
ReplyDeleteCool and that i have a keen supply: Who Repairs House Windows house for renovation
ReplyDelete