নতুন প্রজেক্ট তৈরি করতে এবং স্প্লাশ স্ক্রিন বন্ধ করতে স্প্লাশ স্ক্রিনের যে কোন জায়গায় ক্লিক করুন। স্প্লাশ স্ক্রিন বন্ধ হয়ে যাবে এবং নতুন প্রজেক্টের ডিফল্ট মুড দেখতে পারবেন। আপনি ইচ্ছা করলে আবারো স্প্লাশ স্ক্রিন দেখতে পারবেন। সেটি করার জন্য Info Editor>Help>Splash Screen এ ক্লিক করতে হবে।
স্প্লাশ স্ক্রিন ক্লোজ করার পর আপনি নিচের ছবির মত একটি উইন্ডো দেখতে পারবেন।এটিই হচ্ছে ব্লেন্ডারের ডিফল্ট(পূর্ব নির্ধারিত) স্টার্টাপ মুড।
ব্লেন্ডার ডিফল্ট স্ক্রিনে যা থাকেঃ
- সবার উপরে Info Editor
- সবচেয়ে বড় 3D দৃশ্য
- ডানদিকের উপরে Outliner
- ডানদিকের নিচে Property Editor
- সবার নিচে Timeline


No comments:
Post a Comment