Monday, March 6, 2017

Blender Bangla -02(পরিচিতি 01)

যখন ব্লেন্ডার খুলবেন তখন উপরের চিত্রের মত একটি দৃশ্য দেখতে পারবেন। ব্লেন্ডারে এটিকে স্প্লাশ স্ক্রিন বলে। স্প্লাশ স্ক্রিনের বামদিকে বিভিন্ন ধরনের সাহায্যকারী লিংক এবং ডানদিকে সাম্প্রতিক সময়ে খোলা ব্লেন্ডার ফাইল দেখা যাবে।


নতুন প্রজেক্ট তৈরি করতে এবং স্প্লাশ স্ক্রিন বন্ধ করতে স্প্লাশ স্ক্রিনের যে কোন জায়গায় ক্লিক করুন। স্প্লাশ স্ক্রিন বন্ধ হয়ে যাবে এবং নতুন প্রজেক্টের ডিফল্ট মুড দেখতে পারবেন। আপনি ইচ্ছা করলে আবারো স্প্লাশ স্ক্রিন দেখতে পারবেন। সেটি করার জন্য Info Editor>Help>Splash Screen এ ক্লিক করতে হবে।

স্প্লাশ স্ক্রিন ক্লোজ করার পর আপনি নিচের ছবির মত একটি উইন্ডো দেখতে পারবেন।এটিই হচ্ছে ব্লেন্ডারের ডিফল্ট(পূর্ব নির্ধারিত) স্টার্টাপ মুড।

ডিফল্ট স্ক্রিনঃ
 ব্লেন্ডার ডিফল্ট স্ক্রিনে যা থাকেঃ
  1. সবার উপরে Info Editor
  2. সবচেয়ে বড় 3D দৃশ্য
  3. ডানদিকের উপরে Outliner
  4. ডানদিকের নিচে Property Editor
  5. সবার নিচে Timeline 

No comments:

Post a Comment