Wednesday, August 23, 2017

Blender Bangla - 05(পরিচিতি 04)






আজকে আমরা জানবো Blender Properties Editor সম্পর্কে। ব্লেন্ডারের ডিফল্ট উইন্ডোর ঠিক ডান পাশের নিচের চিত্রের মত যে প্যানেলটি দেখতে পাবেন সেটিই ব্লেন্ডারের Properties Editor.

এই ইডিটরটি বলা চলে ব্লেন্ডারের অতি গুরুত্বপূর্ণ একটি ইডিটর। নিচের প্রতিটি অপশনের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলোঃ



রেন্ডার(Render): রেন্ডার অপশনটি হলো ব্লেন্ডার ইঞ্জিনের  অতি গুরুত্বপূর্ণ অপশন। আপনার ডিজাইনকৃত মডেলটি এই অপশনের মাধ্যমে ইমেজ কিংবা অ্যানিমেশন আকারে প্রকাশ করতে পারবেন। এই অপশনের মাধ্যমে আপনার ডিজাইনের আউটপুট ফাইল কোথায় রাখবেন সেটা Output অপশনে আছে। এছাড়া আপনার আউটপুট ফাইলের সাইজ কেমন হবে , ডাইমেনশন কেমন হবে তা Dimensions অপশন দিয়ে প্রকাশ করতে পারবেন।


রেন্ডার লেয়ার(Render Layer): আপনি যদি একাধিক লেয়ার নিয়ে কাজ করতে চান তবে এই অপশনের মাধ্যমে আপনাকে রেন্ডার লেয়ার মার্ক করতে হবে। একাধিক লেয়ারে রেন্ডার করলে সময় কম লাগে।

অয়ার্ল্ড(World): এই অপশনটি নিশ্চিত করবে আপনার 3D মডেলের পরিবেশ বা ইনভিরোনমেন্ট। এই অপশনটির মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ড, স্কাই কালার, ইনভিরোনমেন্ট লাইটিং কিংবা যদি কুয়াশা বা মিস্ট যোগ করতে চান তাও পারবেন। অপশনটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো ভলিউমেট্রিক পরিবেশ তৈরি করতে সাহায্য করে। মানে সাইক্লিস রেন্ডারে আপনার জলজ পরিবেশ কিংবা রাতের ধোঁয়াশা পরিবেশ তৈরি করতে পারবেন। এছাড়া স্কাই টেক্সারের মাধ্যমে সুন্দর স্কাই পরিবেশ তৈরি করতে পারবেন।

অবজেক্ট(Object): এই অপশনে আপনি যে অবজেক্টটি মডেলে পরিণত করবেন তার খুটিনাটি থাকবেন। যেমন আপনি যদি একটি কিউব নেন তবে ঐ কিউব সম্পর্কে সব কিছু লেখা থাকবে। মানে কিউবটি ভিউ পোর্টের কোথায় আছে(x,y,z অক্ষে) , কোন অক্ষ বরাবর কতটুকু রোটেশন আছে, কিংবা আপনি যদি অবজেক্টটিকে স্কেল করেন তবে কতটুকু স্কেল করেছেন তার বর্ননা। সব কিছুই থাকবে 3D ডাইমেনশনে। মানে x, y, z অক্ষে।
এছাড়া এই অপশনের মাধ্যমে আপনি আপনার অবজেক্টিকে বিভিন্ন ডিসপ্লে মোডের মাধ্যমে ডিসপ্লে করতে পারবেন।



মডিফায়ার ও কনস্ট্রেইন সম্পর্কে আমরা আলোচনা বাকি রাখলাম। কারন এটা সম্পর্কে আরো বড় আলোচনা করতে হবে আলাদা ভাবে। 

ম্যাটেরিয়ালঃ (Material)
এই অপশনটির কাজ হলো আপনার তৈরি মডেলটিকে রং চং মাখানো। মানে ডিজাইনকৃত মডেলটিকে বিভিন্ন কালার, শেডিং, টেক্সার যোগ করার প্রক্রিয়া হলো এই অপশনটি।





আজকে এই পর্যন্ত থাক। পরবর্তিতে আমরা জানবো particle ও physics অপশন নিয়ে।
ধন্যবাদ।


3 comments: