Sunday, March 5, 2017

Blender Bangla -01(সূচনা)

Blender কি?
Blender হলো 3D মডেলিং, টেক্সারিং, এনিম্যাটিং, VFX ,গেম, ভিডিও ইডিটিং ইঞ্জিন বা সফটওয়ার। ব্লেন্ডারে আপনি একই সাথে মডেল তৈরি করতে পারবেন, সেগুলোকে এনিমেট করতে পারবেন, 3D গেম তৈরি করতে পারবেন, ভিডিও ইডিট করতে পারবেন। অর্থাৎ মাল্টিমেডিয়া জগতে ব্লেন্ডার একটি কমপ্লিট প্যাকেজ।
Blender ডাউনলোডঃ
ব্লেন্ডার ডাউনলোড করার জন্য www.blender.org এই ঠিকানায় গিয়ে আপনার অপেরেটিং সিস্টেম অনুযায়ী
ডাউনলোড করে নিন। ডাউনলোড হয়ে গেলে সেটি ওপেন করুন। এবং ইন্সটলেশনের ধাপ পুর্ন করুন। যদি ব্লেন্ডার

ইন্সটল দেওয়ার নিয়ম না জানেন তবে http://www.wikihow.com/Install-Blender এই ঠিকানায় গিয়ে নিয়মটি দেখে নিতে পারেন।

ইন্সটলেশন শেষ হলে ব্লেন্ডার ওপেন করুন। ওপেন করলে নিচের ছবির মত দেখতে পারবেন আপনার ব্লেন্ডার 3D ইঞ্জিন। যেখানে আপনি তৈরি করতে পারবেন আপনার মনের মত চরিত্র, যেগুলোকে এনিমেট করতে পারবেন। যেখানে আপনি গেম তৈরি করতে পারবেন, ভিডিও ইডিট করতে পারবেন। 



No comments:

Post a Comment