স্ক্রিন(Screens):স্ক্রিন ট্যাবটি সাধারণত আপনাকে বিভিন্ন পরিবেশ বা Environment নিয়ে কাজ করতে সাহায্য করতে পারবে। এই ট্যাবের মাধ্যমে আপনি ব্লেন্ডার ডিফল্ট ইডিটর থেকে Animation ইডিটর , গেম লজিক ইডিটর, ভিডিও
ইডিটর, স্ক্রিপ্টিং ইডিটর কিংবা ইউভি ইডিটরে সরাসরি চলে যেতে পারবেন। প্রতিটি ইডিটরের কাজ আলাদা। সেগুলো সম্পর্কে বিস্তারিত কোন এক পর্বে আমরা জানবো।
রেন্ডার ইঞ্জিন(Render Engine): ব্লেন্ডার রেন্ডার ইঞ্জিনে তিনটি অপশন আছে। প্রথমে ব্লেন্ডার রেন্ডার যেটিতে আপনি সব কিছু করতে পারবেন কিন্তু আপনার ডিজাইন সে রকম বাস্তবিক হবে না। মূলত ব্লেন্ডার রেন্ডার খুবেই সহজ, কম সময় রেন্ডার হয়, ফাইল সাইজ অনেক ছোট হয়। অপরদিকে সাইক্লিস ইঞ্জিন অনেকটা বাস্তবিক, জটিল, রেন্ডার সময় বেশি লাগে এবং ফাইল সাইজ অনেক বড় হয়। সর্বশেষটি হলো ব্লেন্ডার গেম ইঞ্জিন। এটির মাধ্যমে আপনি গেম ক্যারেক্টার ডিজাইন, গেম লজিক যোগ করে গেম তৈরি করতে পারবেন।
ছোট্ট এই পর্বটি দিয়েই ইনফো ইডিটরের পরিচিতি এখানেই শেষ।

No comments:
Post a Comment